bdlive24

আটলান্টিকের বায়ুর শক্তিতেই চলবে সারা পৃথিবী

মঙ্গলবার অক্টোবর ১০, ২০১৭, ০১:১২ পিএম.


আটলান্টিকের বায়ুর শক্তিতেই চলবে সারা পৃথিবী

বিডিলাইভ ডেস্ক: কাজে লাগাতে পারলে শুধুমাত্র শুধুমাত্র আটলান্টিকের বায়ু শক্তি দিয়েই পৃথিবীর সমস্ত জ্বালানি চাহিদা পূরণ করা সম্ভব বলে জানিয়েছেন গবেষকরা।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রকাশিত ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের এক গবেষণা নিবন্ধে এমনটাই বলা হয়েছে।

স্থলভাগের বাতাসের শক্তি দিয়েই মূলত বিদ্যুৎ তৈরি করা হয়। তবে যুক্তরাষ্ট্রের কার্নেগি ইন্সটিটিউট ফর সায়েন্সের গবেষকরা জানাচ্ছেন, স্থলভাগের বাতাসের চেয়ে খোলা সাগরের উইন্ড টারবাইন থেকে পাঁচ গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

তবে ভিন্ন ঋতুতে বাতাসের গতিতে হেরফের হওয়ায় বিদ্যুৎও সমান পাওয়া যাবে না।

খোলাসাগরে অতিকায় টারবাইন স্থাপন করাও চ্যালেঞ্জিং কাজ। তবু বিজ্ঞানীরা বলছেন, সাগরে উইন্ড টারবাইন স্থাপন আখেরে লাভজনকই হবে।

প্রতিবেদনে জানানো হয়, শীতকালে উত্তর আটলান্টিকের বায়ু শক্তি কাজে লাগানো গেলে তা দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হবে তা সারা পৃথিবীর জন্য যথেষ্ট। তবে গ্রীষ্মকালে সেই বিদ্যুৎ দিয়ে কোনোরকমে ইউরোপ বা যুক্তরাষ্ট্রের চাহিদা পূরণ হতে পারে।

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে বায়ু শক্তি ব্যবহার করে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বিজ্ঞানীরা তাদের গবেষণায় কম্পিউটার মডেল ব্যবহার করে কানসাসের উইন্ড টারবাইনের সাথে আটলান্টিকের বায়ু শক্তির তুলনা করে এই ফলাফল উপস্থাপন করেছেন। সূত্র: এএফপি।


ঢাকা, অক্টোবর ১০(বিডিলাইভ২৪)// এস এ
 
        print

এই বিভাগের আরও কিছু খবরমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.