bdlive24

কুবিতে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে আলোচনা সভা

মঙ্গলবার অক্টোবর ১০, ২০১৭, ০৫:৫২ পিএম.


কুবিতে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে আলোচনা সভা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর পরিচালিত ‘গণহত্যা ও জাতিগত নিধন এবং বাংলাদেশের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

আজ মঙ্গলবার বিকাল ৪টায় বাংলাদেশ স্ট্যাডি ফোরাম এর উদ্যোগে সমাজ বিজ্ঞান অনুষদের ৫০১ নং কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাসুদা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখে নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী এবং ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আকবর হোসাইন।

আলোচনা সভায় বক্তরা রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্পৃক্ততার অতীত বর্তমান ও ভবিষ্যৎ এবং রোহিঙ্গা শরণার্থীর ক্ষেত্রে উদার মানবতাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন।

আলোচক আকবর হোসাইন বলেন, রোহিঙ্গা নির্যাতন সাম্প্রদায়িক নয় বরং জাতিগত নিধন।

এসময় রবিউল আউয়াল চৌধুরী বলেন, রোহিঙ্গা সমস্যাটি একমাত্র রাষ্ট্র কূটনৈতিকভাবে সমাধান করতে পারে।

এছাড়াও রোহিঙ্গা সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের কথা বলেন বক্তারা। এসময় বাংলাদেশ স্ট্যাডি ফোরামের বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক মোঃ আতিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


ঢাকা, অক্টোবর ১০(বিডিলাইভ২৪)// এস এইচ
 
        print

এই বিভাগের আরও কিছু খবরমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.