সীতাকুণ্ডে বিষপানে কেয়ারটেকারের মৃত্যু
মঙ্গলবার, অক্টোবর ১০, ২০১৭
সীতাকুণ্ড প্রতিনিধি :
সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় বিষপান করে আব্দুর রব (৪৫) নামে এক কেয়ারটেকারের মৃত্যু হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রবের গ্রামের বাড়ি ভোলা জেলায়। তিনি নগরীর আকবর শাহ থানাধীন ফয়’স লেকের আব্বাস কলোনিতে ভাড়া থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া জানান, আব্দুর রব ফয়’স লেক এলাকায় বসাবাস করলেও মূলত তিনি ফৌজদারহাট এলাকার বিভিন্ন মালিকের জায়গা দেখাশুনা করতেন। রাতে মুমূর্ষু অবস্থায় তাকে চমেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ১০, ২০১৭ (বিডিলাইভ২৪) //
ই নি
এই লেখাটি ১৯ বার পড়া হয়েছে