bdlive24

নানান রুপে 'সিনেমা হল'-এ মোশারফ করিম

মঙ্গলবার অক্টোবর ১০, ২০১৭, ০৮:৩৯ পিএম.


নানান রুপে 'সিনেমা হল'-এ মোশারফ করিম

বিডিলাইভ ডেস্ক: কচি খন্দকারের রচনা ও পরিচালনায় জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের নতুন ধারাবাহিক নাটক 'সিনেমা হল'।

রেজ মিডিয়া প্রযোজিত ‘সিনেমা হল’ নাটকটিতে বেশ কিছু বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

গেটম্যান, টিকিট বিক্রেতা, ম্যানেজার, কালোবাজারিসহ একটি সিনেমা হলের বিভিন্ন চরিত্র ও বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে নাটকটিতে। 'সিনেমা হল' নাটকে কেবল সিনেমা হলেরই নয় বিএফডিসিরও বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

নাটকটি প্রসঙ্গে কচি খন্দকার বলেন, ‘সিনেমা হল নাটকের গল্প বর্তমান সময়ের হলেও নাটকে বারবার ফিরে যাওয়া হয়েছে সত্তর কিংবা আশির দশকে। যে সময় সিনেমা হলের ভালো সময় ছিল। সুপারহিট সিনেমার রমরমা ব্যবসা ছিল। তখন সিনেমা হলের কর্মচারীদের মনে সুখ ছিল, শান্তি ছিল সমৃদ্ধি ছিল। কালক্রমে সেই সিনেমা হল বাংলাদেশের অন্যান্য সিনেমা হলগুলোর মতো বিবর্ণ, রুগ্ন হয়ে গেছে।’

এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আবুল হায়াত, ফারুক আহমেদ, চিত্রনায়ক ইমন, শর্মিলী আহম্মেদ, চিত্রলেখা গুহ, নাদিয়া নদী, মিলন ভট্টাচার্য, আনোয়ার শাহী, সিদ্দিক মাস্টার, সৈকত প্রামানিক, হিমে হাফিজ, মজিবর, আফরোজা, সূচনা, আরিফুর রহমান প্রমুখ। নাটকটি ১১ই অক্টোবর থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার, রাত ৮টায় প্রচার হবে এটিএন বাংলায়।


ঢাকা, অক্টোবর ১০(বিডিলাইভ২৪)// জেড ইউ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.