bdlive24

চুলের জন্য সবার কাছে ক্ষমা চাইলেন শুভ

মঙ্গলবার অক্টোবর ১০, ২০১৭, ১১:১৪ পিএম.


চুলের জন্য সবার কাছে ক্ষমা চাইলেন শুভ

বিডিলাইভ ডেস্ক: এ বছরের সবচেয়ে আলোচিত সিনেমা 'ঢাকা অ্যাটাক'। ব্যাপক সাড়া পাচ্ছে সদ্য মুক্তি পাওয়া সিনেমাটি।

আর এই সিনেমার সব দিকের মধ্যে একটি বিশেষ দিক ভক্তদের নজর এড়াতে পারে নি।  পুরো সিনেমাটিতেই আরেফিন শুভর চুলের স্টাইল একেক সময় একেক রকম ছিল। আর তা নিয়ে বেশ সমালোচনাও হয়েছে সম্প্রতি। তাই সব ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন শুভ।

 গতকাল সন্ধ্যায় ফেসবুক লাইভে শুভ বলেন, প্রথমে আমার পক্ষ থেকে ক্ষমা চাইছি। কারণ একজন অভিনয়শিল্পী হিসেবে এটা প্রথমত আমার ভুল।

এরপর শুভ জানান, দুই বছর ধরে 'ঢাকা অ্যাটাক' -এর শ্যুটিং হয়েছে। পরিকল্পনামাফিক নির্ধারিত সময়ে এর কাজ শেষ করা যায়নি। মূলত এ কারণে তিনি হেয়ার স্টাইলের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি বলে উল্লেখ করেন লাইভে।

শুভ আরও বলেছেন, এর দায়ভার আমার কাঁধে নিলাম। আমি সমগ্র দেশবাসী ও দর্শকের কাছে ক্ষমাপ্রার্থী। ছবিটিতে এমন একটা ভুল থাকায় আমি আবারও ক্ষমা চাইছি। কোনও না কোনোভাবে ধারাবাহিকতার ভুল হয়ে গেছে।

তার পরবর্তী সিনেমা পুরোপুরি ভিন্ন ধরনের গল্প নিয়ে তৈরি হচ্ছে বলে জানান শুভ। আমার আগামীর কাজগুলো যেন আরও ভালো হয় সেটাই আমি চাই। সবাই দোয়া করবেন।


ঢাকা, অক্টোবর ১০(বিডিলাইভ২৪)// আর এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.