bdlive24

প্রস্তুতি ম্যাচে নজর টাইগারদের

বুধবার অক্টোবর ১১, ২০১৭, ০৯:৪৮ পিএম.


প্রস্তুতি ম্যাচে নজর টাইগারদের

বিডিলাইভ রিপোর্ট: টেস্ট সিরিজে প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারলেও ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী বাংলাদেশ। এজন্য বৃহস্পতিবারের প্রস্তুতি ম্যাচের দিকেই নজর টাইগারদের। টেস্টে সিরিজের ব্যর্থতায় হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে এই ম্যাচটি জিততে মরিয়া সফরকারী দল।

সেই অনুযায়ী প্রস্তুতির কাজ শুরু করেছে বাংলাদেশ। প্রায় চার ঘণ্টার কঠোর অনুশীলনে করেছেন মাশরাফি-সাকিবরা। ইনডোরে চলে ব্যাটিং, বোলিং অনুশীলন। ১০ ওভার করে বোলিং করে নিজেদের ঝালিয়ে নিয়েছেন পেসাররা। লম্বা সময় ধরে ব্যাটিং করতে হয়েছে ব্যাটসম্যানদের। ফিল্ডিং অনুশীলনও হয়েছে চোখে পড়ার মতো।

অনুশীলন শেষে বাংলাদেশের ম্যানেজার মিনহাজুল আবেদীন জানান, একটি জয় নিয়ে প্রথম ওয়ানডের ভেন্যু কিম্বার্লি যেতে চান তারা।

প্রতিপক্ষ দলে এবি ডি ভিলিয়ার্স, জেপি দুমিনিরা আছেন। ওরা শক্তিশালী একটি দল গঠন করেছে। আমরা জেতার জন্য খেলব। এখানে ভালো খেলার আত্মবিশ্বাস নিয়ে নতুন ভেন্যুতে যেতে চাই। আগামী রোববার কিম্বার্লিতে হবে প্রথম ওয়ানডে। তার আগে বৃহস্পতিবার নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ অতিথিদের সামনে।


ঢাকা, অক্টোবর ১১(বিডিলাইভ২৪)// এ এম
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.