bdlive24

চার ক্যামেরার স্মার্টফোন আনছে হুয়াওয়ে

বৃহস্পতিবার অক্টোবর ১২, ২০১৭, ১২:০৮ এএম.


চার ক্যামেরার স্মার্টফোন আনছে হুয়াওয়ে

বিডিলাইভ ডেস্ক: চার ক্যামেরা বিশিষ্ট নতুন মোবাইল ফোন আনছে চীনের মোবাইল কোম্পানী হুয়াওয়ে।

এটি হুয়াওয়ের প্রথম ফোন যেটাতে বেজেললেস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে। আর আছে ৫.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x২১৬০ পিক্সেল। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।

ফোনটিতে আছে ২.৩৬ গিগাহার্জের হুয়াওয়ের হাইসিলিকন কিরিন ৬৫৯ প্রসেসর। এতে ৪ জিবি র‌্যাম আছে। ফোনটিতে ৬৪ জিবি বিল্টইন মেমোরি আছে। যা বাড়িয়ে নেওয়া যাবে।

এতে মালি টি৮৩০-এমপি২ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট রয়েছে।

ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৩৪০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে। এটি অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত।

ফোনটির রিয়ার ও ফ্রন্টে দুইটি করে ক্যামেরা আছে। ফোনটির দাম করা হয়েছে ২৭৬ ডলার।


ঢাকা, অক্টোবর ১২(বিডিলাইভ২৪)// জেড ইউ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.