bdlive24

দক্ষিণ আফ্রিকার শর্ট বোলিং পরিকল্পনা

বৃহস্পতিবার অক্টোবর ১২, ২০১৭, ০৯:৪৪ এএম.


দক্ষিণ আফ্রিকার শর্ট বোলিং পরিকল্পনা

ক্রীড়া প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার উইকেট মানেই শর্ট বলের পসরা। কিন্তু বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সেটা খুব একটা চোখে পড়েনি। ওয়ানডে ম্যাচের প্রস্তুতির আগে জেপি ডুমিনি বললেন, একদিনের ক্রিকেটে শর্ট বোলিং নিয়ে তাদের আলাদা পরিকল্পনা আছে।

প্রস্তুতি ম্যাচটি সাউথ আফ্রিকার ক্রিকেটাররা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। সদ্য টেস্ট থেকে অবসর নেওয়া ডুমিনি সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশের অধিনায়ক থাকবেন। মাঠে ফিরবেন এবি ডি ভিলিয়ার্সও। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর দুইটায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ প্রথম টেস্টে ৩৩৩ রানে হারার পর দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২৫৪ রানে হেরে যায়। দুই ম্যাচের উইকেট যতটা কঠিন ভাবা হচ্ছিল ততটা হয়নি। শর্টবলেও প্রথাগত অতটা ‘বিষ’ দেখা যায়নি। ডুমিনি বললেন, ওয়ানডেতে সেটা থাকবে।

‘আমি মনে করি ওয়ানডেতে এটা (শর্ট বোলিং) থাকবে। ফরম্যাট পরিবর্তন হচ্ছে, তাই স্পষ্টত কৌশলও পরিবর্তন হবে। টেস্ট সিরিজ দেখার পর প্রতিপক্ষের শক্তি, দুর্বলতা সম্পর্কে কিছু পরিকল্পনা থাকবে।’

টেস্ট সিরিজে ছিলেন না সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে বাংলাদেশ বেশ ভুগেছে। ডুমিনি মনে করেন, ‘বিশ্বসেরা অলরাউন্ডার যোগ দেয়ায় বাংলাদেশ আগের চেয়ে কিছুটা এগিয়ে থাকবে।’

ওয়ানডেতে বাংলাদেশকে তিনি গুরুত্বও দিচ্ছেন, ‘ওয়ানডের দৃষ্টিকোণ থেকে সম্প্রতি বাংলাদেশ নিজেদের অনেক দূর এগিয়ে নিয়েছে। তাদের হারাতে হলে আমাদের ভালো খেলতে হবে।’


ঢাকা, অক্টোবর ১২(বিডিলাইভ২৪)// জে এইচ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.