bdlive24

ওয়ানডে সিরিজে ফিরতে তামিমের অনুশীলন

বৃহস্পতিবার অক্টোবর ১২, ২০১৭, ০৫:১৭ পিএম.


ওয়ানডে সিরিজে ফিরতে তামিমের অনুশীলন

বিডিলাইভ রিপোর্ট: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে নেই তামিম। টেস্ট সিরিজের আগে বেনোনিতে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে উরুতে চোট পান উদ্বোধনী এই ব্যাটসম্যান। সেই ইনজুরি আরো বেড়ে যায় প্রথম টেস্ট খেলার পর। এরপর দ্বিতীয় টেস্ট সাইড বেঞ্চে বসেই দেখেছেন। শঙ্কা ছিল ওয়ানডেতেও।

তবে শঙ্কা কমে যাওয়ায় ওয়ানডের আগেই সুখবর পেল বাংলাদেশ। অনুশীলনও শুরু করেছেন তামিম ইকবাল। ম্যানগাউং ওভালে বুধবার নেটে ব্যাটিং করেন তিনি। ব্যাটিং শেষে ট্রেনার মারিও ভিল্লাভারায়নের সঙ্গে জগিংও করেছেন। তাই সিরিজের শুরু থেকেই খেলতে পারেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন জানান, ওয়ানডে সিরিজে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ তামিম। আগের চেয়ে এখন অনেক ভালো আছে সে। আশা করি, ওয়ানডে সিরিজের শুরু থেকেই খেলতে পারবে। ও আজ নেটে প্রথমবারের মতো ব্যাটিংও করেছে।  

এদিকে ব্লুমফন্টেইনে বৃহস্পতিবার জেপি দুমিনি-এবি ডি ভিলিয়ার্সে গড়া ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত দলের সংগ্রহ ৪২ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২২১ রান।


ঢাকা, অক্টোবর ১২(বিডিলাইভ২৪)// এ এম
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.