bdlive24

নেইমারের প্রভাব বার্সায় পড়বে না: ফিগো

বৃহস্পতিবার অক্টোবর ১২, ২০১৭, ০৭:৫৪ পিএম.


নেইমারের প্রভাব বার্সায় পড়বে না: ফিগো

বিডিলাইভ ডেস্ক: বার্সেলোনা ছেড়ে নেইমারের পিএসজিতে যোগ দেওয়াটাকে অনেকেই ভালো চোখে দেখেন নি। অনেকেই মনে করছেন, স্রেফ টাকার লোভেই পিএসজিতে পাড়ি জমিয়েছেন নেইমার। কারো অভিমত, স্প্যানিশ লা লিগা ছেড়ে অপেক্ষাকৃত কম আকর্ষনীয় ফরাসি লিগে যোগ দেওয়ার মধ্য দিয়ে নেইমার ক্যারিয়ারে একধাপ পেছনে চলে গেছেন!

এত সমালোচনার ভেতরেও নিজ দেশের কিংবদন্তী পেলেসহ অনেকেরই সমর্থন পেয়েছেন নেইমার। তাদের দাবি, বার্সা ছেড়ে নেইমার কোনো ভুল করেনি।

গত ৩ আগস্ট রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে নাম লেখান নেইমার। ফুটবল বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই দাবি করেন, নেইমার চলে যাওয়ায় দুর্বল হয়ে পড়েছে বার্সা।

কিন্তু এ দাবি মানতে রাজি নন দলটির সাবেক তারকা লুইস ফিগো। নেইমারের চলে যাওয়ায় বার্সেলোনার উপর কোনো প্রভাব পড়ে নি বলেই মনে করেন তিনি। ফিগো বলেন, এই ধরনের পরিস্থিতিতে বড় ক্লাবগুলো সবসময়ই টিকে থাকে। বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলো কখনোই একজন মাত্র খেলোয়াড়ের উপর নির্ভর করে না।

যদিও তাকে হারানোটা বড় একটা ক্ষতি হিসেবে মানছেন ফিগো। বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য কাউকে হারানোটা সুখকর নয়। তবে এর প্রভাবটা নিশ্চয়ই বার্সায় পড়বে না।


ঢাকা, অক্টোবর ১২(বিডিলাইভ২৪)// এ এম
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.