bdlive24

‘রোহিঙ্গা সংকটে সহায়তার জন্য প্রস্তুত বিশ্বব্যাংক’

বৃহস্পতিবার অক্টোবর ১২, ২০১৭, ০৯:৪৪ পিএম.


‘রোহিঙ্গা সংকটে সহায়তার জন্য প্রস্তুত বিশ্বব্যাংক’

বিডিলাইভ রিপোর্ট: বাংলাদেশে চলমান রোহিঙ্গা সংকটে সহায়তার জন্য বিশ্বব্যাংক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান।

বৃহস্পতিবার আগারগাঁওস্থ বিশ্বব্যাংকের ঢাকা অফিসে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশ সরকার চাইলে বিশ্বব্যাংক শরণার্থীদের সহায়তা দিতে এগিয়ে আসবে। বাংলাদেশকে শরণার্থী বিষয়ে দীর্ঘমেয়াদে কাজ করতে হতে পারে। সেখানে স্বাস্থ্য, স্যানিটেশনসহ অনেক বিষয়ে কাজ করতে হবে। আমরা বিষয়টি নিয়ে জাতিসংঘসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে গভীরভাবে পর্যবেক্ষণ করছি।
 
তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশের শরণার্থীদের সহায়তা দিতে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (আইডা) ‘রিফিউজি ফান্ড’ নামে একটি তহবিল রয়েছে। আইডা-১৮ লোন প্যাকেজের আওতায় আগামী ৩ বছরের জন্য এই খাতে দুইশ কোটি ডলার বরাদ্দ রয়েছে।

বাংলাদেশ সরকার প্রকল্প প্রস্তাবনার মাধ্যমে অর্থ চাইলে আমরা এই তহবিল হতে সহায়তা দিতে প্রস্তুত। যে কোন একটি দেশ সর্বোচ্চ ৪০ কোটি ডলারে এই তহবিল হতে গ্রহণ করতে পারে। এর কত অংশ অনুদান ও ঋণ হবে সে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা প্রকল্প প্রস্তাবনার উপর নির্ভর করছে।


ঢাকা, অক্টোবর ১২(বিডিলাইভ২৪)// এ এম
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.