bdlive24

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

শুক্রবার অক্টোবর ১৩, ২০১৭, ০৮:২৭ এএম.


গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি সড়ক দুর্ঘটনায় মারুফা বেগম (৬) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই অটোরিকশার চালক ও এক যাত্রী।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সফিপুর তালতলী মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফা সিরাজগঞ্জের বেলকুচি থানার চন্দনগাতী এলাকার আবদুল মালেকের পালিত মেয়ে। আহতদের পরিচয় মেলেনি।

সুমন হোসেন ও জাহাঙ্গীর আলম নামের দুই প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার দুপুরে ব্যাটারিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে সফিপুর বাজার থেকে রতনপুর রেলস্টেশনে যাচ্ছিল। পথে তালতলী মাঠ এলাকায় সফিপুর- মাঝুখান আঞ্চলিক সড়ক পার হচ্ছিল শিশুটি। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি ওই শিশুকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঢাকা, অক্টোবর ১৩(বিডিলাইভ২৪)// এস এইচ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.