bdlive24

মেসি সুযোগ পেলে আপনি শেষ: ব্রাজিল ডিফেন্ডার

শুক্রবার অক্টোবর ১৩, ২০১৭, ০৯:১৮ এএম.


মেসি সুযোগ পেলে আপনি শেষ: ব্রাজিল ডিফেন্ডার

বিডিলাইভ ডেস্ক: ‘আমাকে তার জন্য বিষয়গুলো অস্বস্তিকর করতে হবে। সে খেলার সুযোগ পেলে আপনি শেষ।’

আগামী শনিবার লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। ওই ম্যাচ নিয়ে এমন কথাই শোনালেন ব্রাজিলের অ্যাটলেটিকো ডিফেন্ডার ফিলিপে লুইস।

‘মেসি এতটাই ভালো যে, মাঝারি মানের একটা দলের হয়েও সে লিগ জিততে পারবে। আমি তার বিপক্ষে ৩০টির বেশি ম্যাচ খেলেছি। আমি কসাইয়ের ভূমিকায় খেলি। ফাউল না করে ওয়ান-অন-ওয়ান অবস্থানে তাকে আটকানো অসম্ভব।’ মনে করছেন লুইস।

চলমান মৌসুমে দারুণ ফর্মে আছেন মেসি। লিগে বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত সাত ম্যাচে করেছেন ১১ গোল। সম্প্রতি জাতীয় দলের জার্সি গায়েও অবিশ্বাস্য খেলেছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

বিশ্বকাপের বাছাইপর্বের শেষ ম্যাচে মেসির হ্যাটট্রিকেই ৩-১ গোলের জয় পেয়ে সরাসরি রাশিয়া বিশ্বকাপ জায়গা করে নেয় আর্জেন্টিনা।

লা লিগায় সাত ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। ৭ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আছে তাদের চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অ্যাটলেটিকো।


ঢাকা, অক্টোবর ১৩(বিডিলাইভ২৪)// ম. উ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.