bdlive24

আবার রেকর্ড গড়ল ‘বড় ছেলে’

শুক্রবার অক্টোবর ১৩, ২০১৭, ০৯:৫৪ এএম.


আবার রেকর্ড গড়ল ‘বড় ছেলে’

বিডিলাইভ রিপোর্ট: গেল কোরবানি ঈদে প্রচারিত হয় টেলিছবি ‘বড় ছেলে’। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এ টেলিছবিতে বড় ছেলের চরিত্রে অভিনয় করেন অপূর্ব। তার প্রেমিকার চরিত্রে ছিলেন মেহজাবিন চৌধুরী। গত ঈদে চ্যানেল নাইনে প্রচারের পর ভাইরাল হয়ে যাওয়া এ টেলিছবিটি এবার ইউটিউবেও রেকর্ড গড়ল।

৫ সেপ্টেম্বর সিডি চয়েসের ইউটিউব চ্যানেল ‘সিডি চয়েস ড্রামা’য় নাটকটি উন্মুক্ত করা হয়। ৮ অক্টোবর মাত্র ৩৩ দিনে এর ভিউয়ার দাঁড়ায় ১ কোটি। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো নাটক ইউটিউবে কোটি ভিউয়ার পায়নি। তাও আবার মাত্র ৩৩ দিনে।

শুধু তাই নয়, কোনো গানও এত কম সময়ে কোটি ভিউয়ার ছুঁতে পারেনি।

এ প্রসঙ্গে ‘বড় ছেলে’র নির্মাতা আরিয়ান বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। বড় ছেল একটি ইতিহাস। এ নাটকের সফলতা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।’

সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বলেন, ‘এটা আমাদের টোটাল বিনোদন জগতের জন্য একটি সুখবর। বিশেষ করে নাট্যাঙ্গনের জন্য। এমন কৃর্তিতে আমরা আনন্দিত। এর সঙ্গে নিয়োজিত সবাইকে এবং যারা নাটকটি দেখে এই অবস্থানে নিয়ে এসেছেন আমরা ধন্যবাদ জানাই। আমি মনে করি এর ফলে মানুষ নাটক দেখার প্রতি আরও বেশি উৎসাহী হবেন।’


ঢাকা, অক্টোবর ১৩(বিডিলাইভ২৪)// পি ডি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.