bdlive24

আনুশকাকে 'নুশকি' ডাকেন বিরাট

শুক্রবার অক্টোবর ১৩, ২০১৭, ০৫:১০ পিএম.


আনুশকাকে 'নুশকি' ডাকেন বিরাট

বিডিলাইভ ডেস্ক: ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। অনেকদিন ধরেই প্রেমের সম্পর্কের কারণে আলোচনায় দুই ভুবনের এই দুই তারকা। দুজনকে এখন প্রায়ই প্রকাশ্যে একসঙ্গে দেখা যায়।

এছাড়া বিরাট প্রসঙ্গে আনুশকা খুব একটা মুখ না খুললেও, আনুশকাকে নিয়ে একাধিকবার কথা বলেছেন বিরাট।

এদিকে দিওয়ালি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিরাট কোহলি ও অভিনেতা আমির খান। অনুষ্ঠানের পর্বটি নিয়ে দর্শকরাও বেশ উচ্ছ্বসিত। দর্শকের উৎসাহ বাড়িয়ে দিতে সম্প্রতি এর একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। খুব অল্প সময়ের এ ভিডিওতে অনুষ্ঠানে এই দুই তারকার বিভিন্ন কথা ও কাজ তুলে ধরা হয়েছে।

তবে সবকিছু ছাড়িয়ে সবার নজরে এসেছে বিরাটের একটি বক্তব্য। ভিডিওর একটি অংশে বিরাটকে বলতে শোনা যায়, 'নুশকি খুবই সৎ।' ধারণা করা হচ্ছে, কথিত প্রেমিকা আনুশকা শর্মাকে নিয়েই এ কথা বলেছেন বিরাট। আর আনুশকাকে আদর করে 'নুশকি' নামে ডাকেন বিরাট।

আগামী ১৫ অক্টোবর ভারতের জিটিভিতে ধারণকৃত এ অনুষ্ঠানটি প্রচারিত হবে।


ঢাকা, অক্টোবর ১৩(বিডিলাইভ২৪)// আর এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.