bdlive24

ঢাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ১২ জনের সাজা

শুক্রবার অক্টোবর ১৩, ২০১৭, ০৫:৩৩ পিএম.


ঢাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ১২ জনের সাজা

বিডিলাইভ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজধানীর বিভিন্ন কেন্দ্র থেকে ১২ জন শিক্ষার্থীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত সবাইকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে।

শুক্রবার সকাল ১০টায় 'ক' ইউনিটের ভর্তিপরীক্ষা শুরু হয়। শেষ হয় বেলা সাড়ে ১১টায়।

পরীক্ষায় জালিয়াতির অভিযোগে যে ১২ জনকে আটক করা হয়েছে তাদের ২ জনকে আটক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি থেকে, ৪ জনকে বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ কেন্দ্র থেকে, একজনকে লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্র থেকে। এ ছাড়া বাকি ৫ জনকে কোন কেন্দ্র থেকে আটক করা হয়েছে তা জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ হোসেন বলেন, এই ১২ জন পরীক্ষার্থীর কানে ও শরীরের বিভিন্ন স্থানে ইলেক্ট্রিক ডিভাইস লাগানো ছিল। পরে আমরা তা সনাক্ত করে ভাম্যমান আদালতে সোপর্দ করি।

যারা কেন্দ্রের বাইরে থেকে ডিভাইসগুলো সরবরাহ করেছেন এবং উত্তর বলে দিচ্ছিলেন তাদের কাউকে ধরতে পেরেছেন কিনা প্রশ্ন করলে তিনি বলেন, ধরা পড়া শিক্ষার্থীরা মূল হোতাদের নাম ঠিকানা ঠিক করে বলতে পারছে না। ফলে তাদেরকে ধরা সম্ভব হয়নি।


ঢাকা, অক্টোবর ১৩(বিডিলাইভ২৪)// আর এ
 
        print

এই বিভাগের আরও কিছু খবরমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.