bdlive24

হৃতিক-টাইগারের সঙ্গে বানি

শুক্রবার অক্টোবর ১৩, ২০১৭, ০৭:০১ পিএম.


হৃতিক-টাইগারের সঙ্গে বানি

বিডিলাইভ ডেস্ক: হৃতিক রোশান বলিউডের জনপ্রিয় অভিনেতা। সিনে দর্শকদের জন্য অনেক সফল সিনেমার উপহার দিয়েছেন তিনি। আর টাইগার শ্রফও নতুন অভিনেতাদের মধ্যে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। এবার এ অভিনেতাদেরকে এক সঙ্গে দেখা যাবে রোমান্টিক দৃশ্যে। অভিনেত্রী বাণী কাপুরের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তারা।

২০১৩ সালে 'শুদ্ধ দেশি রোমান্স' সিনেমার মাধ্যমে বলিউড চলচ্চিত্রে পা রাখেন বাণী। এবার হৃতিকের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে। অ্যাকশন ও কমেডি ঘরানার এ সিনেমাটি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

এ প্রসঙ্গে নির্মাতা সিদ্ধার্থ আনন্দ বলেন, সিনেমাটিতে হৃতিক রোশান ও টাইগার শ্রুফের মতো দুইজন হার্টথ্রব অভিনেতা রয়েছেন। কিন্তু একজন নায়িকা দেখা যাবে হৃতিকের বিপরীতে। এই নায়িকা চরিত্রের জন্য একজন অল্প বয়সী তরুণী খুঁজছিলাম এবং একজন পেয়েও গেছি। তিনি বাণী কাপুর। অভিনেত্রী হিসেবে বাণীকে আমাদের পছন্দ। মিটিং শেষে আমি বুঝাতে পেরেছি বাণী আমাদের চলচ্চিত্রের জন্য সেরা।

নাম ঠিক না হওয়া এ সিনেমাটি ২০১৯ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে।


ঢাকা, অক্টোবর ১৩(বিডিলাইভ২৪)// আর এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.