bdlive24

আফগানিস্তানে তালেবানের হামলায় ৪৩ সেনা নিহত

বৃহস্পতিবার অক্টোবর ১৯, ২০১৭, ০২:২১ পিএম.


আফগানিস্তানে তালেবানের হামলায় ৪৩ সেনা নিহত

বিডিলাইভ ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশে সেনাবাহিনীর ঘাটিতে বড় ধরনের জঙ্গি হামলায় দেশটির অন্তত ৪৩ সেনাসদস্য নিহত হয়েছেন। বুধবার ভোর রাতের দিকের ওই হামলায় আহত হয়েছে আরো কয়েক ডজন সেনা।

ভয়াবহ এই হামলার শুরু হয়েছে দুটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়ে। পরে হামলাকারী তালেবান জঙ্গিদের সঙ্গে কয়েক ঘণ্টার লড়াই চলে সেনাবাহিনীর- এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

কান্দাহার প্রদেশের সংসদ সদস্য খালিদ পশতুন বলেন, বুধবারের ভোরের ওই হামলায় কমপক্ষে ৪৩ সেনা সদস্য নিহত হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশের ওই ঘাঁটিতে ৬০ সেনাসদস্য ছিলেন। গভীর রাতে তালেবানের হামলার পর থেকে এখনো ৬ সেনাসদস্য নিখোঁজ রয়েছেন। এছাড়া নিহত হয়েছেন অন্তত ৪৩ জন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে তালেবান।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, সেনাঘাঁটিতে হামলার ঘটনায় তালেবানের ৯ সদস্যও নিহত হয়েছে বলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বাহিনী ২০১৪ সালে তাদের যুদ্ধ সমাপ্ত ঘোষণা করে। এরপর থেকে তালেবান হামলা সামলাতে হিমশিম খেতে হচ্ছে দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যদের।


ঢাকা, অক্টোবর ১৯(বিডিলাইভ২৪)// জে এস
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.