bdlive24

কঠিন প্রস্তুতির মধ্যে যেতে হয়েছে: ফারুকী

মঙ্গলবার অক্টোবর ২৪, ২০১৭, ০৫:০১ পিএম.


কঠিন প্রস্তুতির মধ্যে যেতে হয়েছে: ফারুকী

বিডিলাইভ ডেস্ক: অার মাত্র দুই দিন পরই মুক্তি পাচ্ছে বাংলাদেশের বহুল আলোচিত সিনেমা 'ডুব'। সিনেমাটি নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন অগনিত ভক্ত-দর্শক।

এরই মধ্যে এ ছবির প্রচার প্রচারণা বেশ জোরেশোরেই শুরু করেছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী সহ সংশ্লিষ্টরা।

ছবিটির জন্য কতটা প্রস্তুতি নিয়েছেন? এমন একটি প্রশ্নের উত্তর দিয়ে এবং নিজেদের মাঝের সম্পর্কের উল্লেখ করে ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন ফারুকী।

তিনি সেখানে লিখেছেন, ''অনেকেই জানতে চেয়েছেন কতটা কঠিন প্রস্তুতি নিয়েছি আমরা ডুব ছবিটার জন্য।

আমি গম্ভীর ভাবে উত্তর দেই, ওয়েল, ইয়াহ, কঠিন প্রস্তুতির মধ্যে যেতে হয়েছে।
কিন্তু প্রস্তুতির নমুনা দেখানোর মতো উপায় থাকে না। কারণ সেগুলো ভিডিও করা হয় নাই। ছবিও তুলি নাই।

তো একটা নমুনা এখানে পাওয়া গেলো ????

কারণ কথায় আছে, কাজ যতো গভীর ও গম্ভীর হোক, টেক ইট ইজিলি।
সো নিজেদের হালকা করার জন্য আমাদের এক মাত্র ওষুধ ছিলো ক্রিকেট খেলা। যেখানে আমি অত্যন্ত সৎ একজন খেলোয়াড় ছিলাম। আর ইরফান ভাই আউট হইলেও ব্যাট ছাড়তো না।''


ঢাকা, অক্টোবর ২৪(বিডিলাইভ২৪)// কে এইচ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.