bdlive24

'বাহুবলী'র প্রভাসের সঙ্গে অভিনয় করতে চান আঁখি

বৃহস্পতিবার অক্টোবর ২৬, ২০১৭, ০২:৩১ পিএম.


'বাহুবলী'র প্রভাসের সঙ্গে অভিনয় করতে চান আঁখি

বিডিলাইভ ডেস্ক: কখনো ছবি করার সুযোগ পেলে তার বিপরীতে নায়ক হিসেবে ‘বাহুবলী’র প্রভাসকে পেতে চান জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। আবদারও করে বসলেন, তাকে কি কোনোভাবে খবরটি পৌঁছে দেয়া যায়!

একটি বেসরকারি টিভি চ্যানেলের ফেসবুক পেজের নতুন আয়োজন ‘ওয়ান টেক’ প্রশ্নোত্তর পর্বে এমন ইচ্ছার কথাই প্রকাশ করলেন আঁখি আলমগীর।

শুধু পছন্দের নায়ক নয়, শেয়ার করলেন পছন্দের আরো অনেক বিষয়। পছন্দের নায়িকা হিসেবে বলিউড অভিনেত্রী ‘রেখা’র নামটাও বলে ফেললেন অকপটে।

আঁখি আলমগীর জানিয়েছেন, ঘোরাঘুরি আর শপিং করা তার ভীষণ পছন্দ। শপিং করলে মন ভালো হয়ে যায়। নানা পদের ভর্তা খেতে পছন্দ করেন। তবে বেশি ঝালে শুটকি ভর্তা এবং আলু ভর্তা পছন্দের তালিকায় শীর্ষে।

ফ্যাশন করার উপযুক্ত সময় হিসেবে শীতকালের কোনো তুলনা হয় না আঁখি আলমগীরে কাছে। তিনি বললেন, শীতের সবচেয়ে বড় সুবিধা মেকআপ নিয়ে মোটেও দুশ্চিন্তা করতে হয় না, অন্যদিকে ফ্যাশনটাও করা যায় ইচ্ছামত। আমার পছন্দের পোশাক শাড়ি।'


ঢাকা, অক্টোবর ২৬(বিডিলাইভ২৪)// জে এস
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.