bdlive24

আগামীকাল তিনটি দেশে একইসঙ্গে মুক্তি পাচ্ছে ‘ডুব’

বৃহস্পতিবার অক্টোবর ২৬, ২০১৭, ০৪:৩৫ পিএম.


আগামীকাল তিনটি দেশে একইসঙ্গে মুক্তি পাচ্ছে ‘ডুব’

বিডিলাইভ ডেস্ক: অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে মুক্তি পাচ্ছে ‘ডুব’। আগামীকাল শুক্রবার বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়াতে ছবিটি মুক্তি দেয়া হচ্ছে। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‌‘ডুব’ ছবিতে অভিনয় করেছেন বলিউডের অভিনেতা ইরফান খান ও কলকাতার পার্নো মিত্র, নুসরাত ইমরোজ তিশা ও রোকেয়া প্রাচী

‘ডুব’র বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, ‘তিন দেশের মোট ৮১ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি কলকাতার এসকে মুভিজ ছবিটি প্রযোজনা করেছে। এছাড়া সহ-প্রযোজক হিসেবে রয়েছেন ইরফান খান।

বাংলাদেশ, ভারত, অস্টেলিয়া ছাড়াও শিগগির আমেরিকা, ফ্রান্স, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে ছবিটি মুক্তি দেয়া হবে। প্রথম সপ্তাহে বাংলাদেশে ৩৯, ইন্ডিয়ায় ৩৪ এবং অস্ট্রেলিয়ার ৮ টি সিনেমা হলে প্রথম সপ্তাহে মুক্তি পাচ্ছে ডুব -এমনটাই জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া কর্তৃপক্ষ।

হুমায়ুনপত্নী মেহের আফরোজ শাওন ছবিটির বিরুদ্ধে আপত্তি তোলেন। এরই পরিপ্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় ও সেন্সরবোর্ড বিভিন্ন রকম যাচাই-বাছাই শেষে বেশ কিছু দৃশ্য কর্তন করে গত ৮ আগস্ট ছবিটিকে সেন্সর ছাড়পত্র দেয়।


ঢাকা, অক্টোবর ২৬(বিডিলাইভ২৪)// জে এস
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.