bdlive24

দুর্নীতি মামলায় বিএনপি নেতা ওহাবের সাজা

সোমবার অক্টোবর ৩০, ২০১৭, ০১:৩৯ পিএম.


দুর্নীতি মামলায় বিএনপি নেতা ওহাবের সাজা

যশোর প্রতিনিধি: দুর্নীতির মামলায় ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম আবদুল ওহাবকে আট বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে ৪৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো নয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার সকালে যশোরের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) নিতাই চন্দ্র সাহা এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ওই মামলার রায়ে আবদুল ওহাবের জ্ঞাত আয়বহির্ভূত ৯৩ লাখ ৩৬৯ টাকার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়।

দুদকের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, আবদুল ওহাবের বিরুদ্ধে দুদকের করা মামলায় অভিযোগ গঠনের পর যশোর আদালতে সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালে এম আবদুল ওহাব দুদকে তার সম্পদের বিবরণী জমা দেন। দুদক পর্যালোচনা করে দেখে, ৪৫ লাখ ৯৭ হাজার ৮১০ টাকার সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত ৮৯ লাখ ৯২ হাজার ৬৭৭ টাকা সম্পদের তথ্য উপস্থাপন করেন।


ঢাকা, অক্টোবর ৩০(বিডিলাইভ২৪)// এস এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.