bdlive24

বাল্যবিবাহ রোধে হাইকোর্টের রুল

সোমবার অক্টোবর ৩০, ২০১৭, ০৪:৩৩ পিএম.


বাল্যবিবাহ রোধে হাইকোর্টের রুল

বিডিলাইভ রিপোর্ট: প্রতিটি বাল্যবিবাহের জন্য ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বাররা এবং পৌরসভা ও সিটি করপোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনাররা কেন দায়ী থাকবেন না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে জনপ্রতিনিধি হিসেবে প্রতিটি বাল্যবিবাহ নিজ নিজএলাকায় সম্পন্ন হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পদচ্যুতির আদেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

রোববার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদন নজরে এলে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল দেন।

জনপ্রশাসন, স্থানীয় সরকার, আইন, মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
এছাড়া জনপ্রশাসন ও মহিলাবিষয়ক সচিবকে আদালতের আদেশ সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।


ঢাকা, অক্টোবর ৩০(বিডিলাইভ২৪)// এস এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.