bdlive24

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতি ১২৯ বিলিয়ন ডলার

মঙ্গলবার অক্টোবর ৩১, ২০১৭, ১১:৫১ এএম.


দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতি ১২৯ বিলিয়ন ডলার

বিডিলাইভ ডেস্ক: বিশ্বব্যাপী দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত বছর ১২৯ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে খরা, ঝড় ও বন্যা বেড়ে যাওয়ায় এই ক্ষতির পরিমাণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার এক প্রতিবেদনে একথা বলা হয়। খবর এএফপি’র।

দ্য ল্যান্সেট মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বিশ্বে আবহাওয়া সংক্রান্ত দুর্যোগ ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর বিশ্বে ৭৯৭টি চরম দুর্যোগপূর্ণ ঘটনা ঘটে। এসব ঘটনায় বিশ্বের ১২৯ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়। এটি প্রায় ফিনল্যান্ডের বাজেটের সমান।

এসব দুর্যোগে বস্তুগত সম্পদের ক্ষতির হিসাব করা হলেও প্রাণহানি জনিত বা রোগবালাই ছড়িয়ে পড়ার কারণে যে আর্থিক ক্ষতি হয়েছে সেটি অন্তর্ভুক্ত করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে আবহাওয়া জনিত কারণে দুর্যোগ অনেক বেড়ে গেছে।


ঢাকা, অক্টোবর ৩১(বিডিলাইভ২৪)// জে এইচ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.