bdlive24

খালাফ হত্যা: হাইকোর্টের রায় বহাল

বুধবার নভেম্বর ০১, ২০১৭, ০৯:৩৭ এএম.


খালাফ হত্যা: হাইকোর্টের রায় বহাল

বিডিলাইভ রিপোর্ট: ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে এ মামলায় হাইকোর্টের দেয়া রায় একজনের ফাঁসির আদেশ ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল থাকলো।

আজ বুধবার দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

খালাফ হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের তিনটি ও আসামি পক্ষের করা একটি আপিল খারিজ করে আদেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আদেশে আপিল বিভাগ বলেন, ‘আপিলগুলো খারিজ করা হলো।’

উল্লেখ্য, ২০১২ সালের ৫ মার্চ গুলশানে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে এ মামলার শুনানি শেষে ২০১৩ সালের ১৮ নভেম্বর হাইকোর্ট রায় দেন। হাইকোর্ট রায়ে আসামি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল থাকে। মো. আল আমিন, আকবর আলী ওরফে রবি, রফিকুল ইসলাম খোকনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আর খালাস পান অপর আসামি সেলিম চৌধুরী ওরফে সেলিম আহম্মেদ।


ঢাকা, নভেম্বর ০১(বিডিলাইভ২৪)// জে এইচ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.