bdlive24

ম্যানহাটনে হামলার পাশেই ছিলেন প্রিয়াঙ্কা

বুধবার নভেম্বর ০১, ২০১৭, ০৩:০৫ পিএম.


ম্যানহাটনে হামলার পাশেই ছিলেন প্রিয়াঙ্কা

বিডিলাইভ ডেস্ক: বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি যেখানে অবস্থান করছেন তার ঠিক কাছাকাছিই নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে একটি সাইকেল চালানোর রাস্তায় পথচারী ও সাইকেল চালকদের ওপর ট্রাক উঠিয়ে দিয়ে আটজনকে হত্যার ঘটনা ঘটেছে।  

মঙ্গলবার এই হামলা করে সন্দেহভাজন এক সন্ত্রাসী। আর এ হামলার সময় সেখানেই ছিলেন প্রিয়াঙ্কা।  হামলার সময় ঘটনাস্থল থেকে পাঁচ ব্লক দূরে ছিলেন বলে মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানিয়েছেন এ অভিনেত্রী।

আক্রান্তদের প্রতি সমবেদনা জানিয়ে একটি টুইটে প্রিয়াঙ্কা লেখেন, নিউ ইয়র্ক আবারো আগের মতো প্রাণবন্ত হয়ে ওঠো। আমি তোমাকে ভালোবাসি। এ দুঃখজনক ঘটনার আক্রান্তদের প্রতি আমার সমবেদনা।

অন্য আরেকটি টুইটে তিনি লেখেন, ঘটনাটি আমার বাড়ি থেকে পাঁচ ব্লক দূরে ঘটেছে, আমি কাজ সেরে বাড়িতে ফিরছিলাম। বার বার বেজে ওঠা সাইরেন আমাকে মনে করিয়ে দিচ্ছে, এটিই বর্তমান বিশ্বের অবস্থা।

কোয়ান্টিকো টিভি সিরিজের পরবর্তী মৌসুমের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা। এ কারণে নিউ ইয়র্কে অবস্থান করছেন তিনি। সূত্র: এনডিটিভি।


ঢাকা, নভেম্বর ০১(বিডিলাইভ২৪)// এস এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.