bdlive24

ইরিত্রিয়াতে পুলিশ-বিক্ষোভকারীর সংঘর্ষে নিহত ২৮

বৃহস্পতিবার নভেম্বর ০২, ২০১৭, ১১:৫৭ পিএম.


ইরিত্রিয়াতে পুলিশ-বিক্ষোভকারীর সংঘর্ষে নিহত ২৮

বিডিলাইভ ডেস্ক: ইরিত্রিয়ার জধানী আসমারাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে গতকাল বুধবার বিক্ষোভ শুরু করে বিরোধী দলের কয়েকশ সদস্য।

এ সময় পুলিশ তাদের বাধা দিলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এতে ঘটনাস্থলেই নিহত হয় ২৮ জন। পরে অভিযান চালিয়ে আটক করা হয় অন্তত ৪০ জনকে।

আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। হতাহতের এ ঘটনায় বিরোধী দলের সমর্থকদের দায়ী করেছে দেশটির সরকার।

তবে দেশটির বিরোধী দলের এক মুখপাত্র বলেন, মুসলিম কমিউনিটির একটি স্কুল সরকারি বাহিনী নিয়ন্ত্রণে নিতে চাইলে এর প্রতিবাদ শুরু করলে হামলা চালায় পুলিশ। নিরাপত্তা বাহিনীর এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির মানবাধিকার সংস্থাগুলো।


ঢাকা, নভেম্বর ০২(বিডিলাইভ২৪)// এস এইচ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.