bdlive24

'সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠিত হোক'

শুক্রবার নভেম্বর ১০, ২০১৭, ০২:০৯ পিএম.


'সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠিত হোক'

বিডিলাইভ রিপোর্ট: বেগম জিয়া গণতন্ত্রকে ফিরিয়ে আনতে যুদ্ধ করে, আমরা চাই দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হোক বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরামের আয়োজনে সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এর স্মরণে শোক সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'দেশে কোন গণতন্ত্র না থাকায় বতর্মানে দেশে কোন নিয়ম নীতি নেই। আওয়ামী লীগকে যারা এই পথে নিয়ে গিয়েছে, তারা এখন আওয়ামী লীগের সাথে নেই।'

দোয়া মাহ্ফিলে বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মেহেদি হাসান পলাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, মুহাম্মাদ সাইদুর রহমান প্রমুখ।
ঢাকা, নভেম্বর ১০(বিডিলাইভ২৪)// এস আর
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.