bdlive24

লুজারের শীর্ষে স্টাইল ক্রাফট

শুক্রবার নভেম্বর ১০, ২০১৭, ০৭:৪৬ পিএম.


লুজারের শীর্ষে স্টাইল ক্রাফট

বিডিলাইভ ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে স্টাইল ক্রাফট লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩৩ দশমিক ২২ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৭ দশমিক ৩১ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কাশেম ড্রাইসেলস লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১১ দশমিক ০৩ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৫ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মাতে ১০ দশমিক ৫৯ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজে ৯ দশমিক ৩৮ শতাংশ, শ্যামপুর সুগারে ৯ দশমিক ০৬ শতাংশ, সাভার রিফ্র্যাক্টরিজে ৮ দশমিক ৯১ শতাংশ, মোজাফফর হোসেন স্পিনিং মিলে ৮ দশমিক ৭৬ শতাংশ, গ্লোডেন সনে ৮ দশমিক ২৮ শতাংশ এবং মিরাকল ইন্ডাস্ট্রিজে ৮ দশমিক ২৭ শতাংশ দর কমেছে।


ঢাকা, নভেম্বর ১০(বিডিলাইভ২৪)// আর এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.