bdlive24

ঢাবিতে এক পদে চাকুরী করে অন্য পদে পরিচয়

শনিবার নভেম্বর ১১, ২০১৭, ০২:৫৬ পিএম.


ঢাবিতে এক পদে চাকুরী করে অন্য পদে পরিচয়

ঢাবি প্রতিনিধি: এক পদে নিয়োগ পেয়ে অন্য পদের পরিচয় দিয়ে বেড়াচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা।

এই কর্মকর্তা হলেন- শুভাশীষ রঞ্জন সরকার। তিনি নিয়োগ পেয়েছেন ডার্করুম সহকারী হিসেবে। কিন্তু পরিচয় দিচ্ছেন বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের ফটো সাংবাদিক হিসেবে। তার নিয়োগ বিজ্ঞপ্তি ও বিশ্ববিদ্যালয়ের ডায়েরি থেকে এ তথ্য পাওয়া গেছে।

২০১৬ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি জাতীয় দৈনিকে আইন বিভাগের জন্য ল্যাবরেটরি সহকারী ও জনসংযোগ দফতরের জন্য ডার্করুম সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি দেয়।

সে হিসেবে বিশ্ববিদ্যালয় ডায়েরির ৫১ নম্বর পৃষ্ঠায় ডার্করুম সহকারী হিসেবে শুভাশীষ রঞ্জন সরকার এর নাম ও মোবাইল নম্বর দেয়া রয়েছে।

কিন্তু অভিযোগ উঠেছে, এই কর্মকর্তার ভিজিটিং কার্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো, জনসংযোগ দফতরের ঠিকানা, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট লিংক, মেইল দেয়া আছে। সেখানে তাঁর পরিচয় ডার্করুম সহকারী না লিখে ফটো সাংবাদিক লেখা হয়েছে। যা বিধি সম্মত নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে জানতে চাইলে শুভাশীষ বলেন, আপনি পরিচালক স্যারের সাথে কথা বলেন।

তবে সম্প্রতি অনুষ্ঠিত দুই সমাবর্তনের দায়িত্ব বণ্টনে শুভাশীষকে ফটোগ্রাফার-কাম ডার্করুম সহকারী হিসেবে দেখানো হয়েছে। দুটি আবেদনেই ভারপ্রাপ্ত পরিচালক স্বাক্ষর করেছেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় বার্তা পত্রিকায়ও তাকে ফটোসাংবাদিক হিসেবে দেখানো হয়েছে। কিন্তু নিয়োগ পাওয়ার পর তিনি কোন পদোন্নতি পান নি। ডার্করুম সহকারীর দায়িত্ব হলো ছবি এডিট করে পত্রিকায় ছাপানোর উপযোগী করা।

জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ড. নূর-ই-ইসলাম বলেন, কাজের সুবিধার্থে এটি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এমনটি হওয়ার কথা নয়। বিষয়টি আমি দেখব। যে পদে নিয়োগ পেয়েছে সে পদের পরিচয় বহন করতে হবে।


ঢাকা, নভেম্বর ১১(বিডিলাইভ২৪)// জে এইচ
 
        print

এই বিভাগের আরও কিছু খবরমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.