bdlive24

ভয়ংকর ২৫০টি হরর ছবির মুহূর্ত (ভিডিও)

রবিবার নভেম্বর ১২, ২০১৭, ০৬:০৭ পিএম.


ভয়ংকর ২৫০টি হরর ছবির মুহূর্ত (ভিডিও)

বিডিলাইভ ডেস্ক: হরর সিনেমা দেখতে বসে হাসি পায় আপনার? বন্ধুমহলে বুক ঠুকে বলেন, রাতবিরেতে গোরস্থানে গিয়ে হাওয়া খেতে কোনও সমস্যা নেই আপনার? তা হলে এই চ্যালেঞ্জ আপনার গ্রহণ করাই উচিত। মাত্র ৫ মিনিটের এই ভিডিওটি তৈরি করেছেন কোনও এক হরর-রসিক।

এই ভিডিওটিতে রয়েছে ২৫০টি বাছাই হরর ছবির চরম ভয়ের মুহূর্তগুলি। আনতাবড়ি জুড়ে দেওয়া নয়, রীতিমতো যত্ন করে এডিট করা এই ভিডিও-কে আতঙ্কের সারৎসারও বলা যায়।

অসংখ্য চেনা ছবি— 'সাইকো' (১৯৬০) বা ফ্রাইডে দ্য থার্টিন্থ' (১৯৮০)-র পাশাপাশি বেশ কিছু অচেনা সিনেমার ক্লিপও রয়েছে এই ভিডিও-য়। হরর-প্রেমীরা মিলিয়েও দেখতে পারেন, কোনটা তাদের দেখা আর কোনটা দেখা নয়। তবে দেখার আগে সাবধান! দুর্বলচিত্তরা কিন্তু দূরে থাকবেন এই ভিডিও থেকে। কারণ, দিনের বেলাটা যেমন তেমন চলে গেলেও রাতে কী হয় কিছুই বলা যায় না।

ভিডিওটি দেখতে ক্লিক করুন....


ঢাকা, নভেম্বর ১২(বিডিলাইভ২৪)// আর এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.