bdlive24

ওয়াজ মাহফিলে প্রধান অতিথি অনন্ত জলিল

রবিবার নভেম্বর ১২, ২০১৭, ০৬:৪৯ পিএম.


ওয়াজ মাহফিলে প্রধান অতিথি অনন্ত জলিল

বিডিলাইভ ডেস্ক: বাংলা চলচ্চিত্রের নায়ক থেকে ধার্মিক হয়ে উঠা এম এ জলিল অনন্ত এবার এক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হচ্ছেন।

আগামী ১৭ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে ওয়াজ মাহফিলটি অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ওয়াজ মাহফিলের পোস্টারে ছেয়ে গেছে।

পোস্টার সূত্রে জানা গেছে, এলাকার 'যুবসমাজ'-এর উদ্যোগে ১৭ নভেম্বর বাদ আসর ওয়াজ মাহফিল শুরু হবে। তৃতীয় বার্ষিক বিশাল ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুফতি হাবিবুর রহমান মিজবাহ।

এম এ অনন্ত জলিল একাধারে চলচিত্র নায়ক, পরিচালক, প্রযোজক, ব্যবসায়ী ও শিল্পপতি। ২০১০ সালে 'খোঁজ দ্যা সার্চ' সিনেমার মাধ্যমে তার বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর 'হৃদয় ভাঙ্গা ঢেউ', 'দ্য স্পীড' 'মোস্ট ওয়েলকাম' 'নিঃস্বার্থ ভালবাসা' 'মোস্ট ওয়েলকাম ২' ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেন। এর মধ্যে 'মোস্ট ওয়েলকাম' ছবিটি বেশ জনপ্রিয়তা পায়।

সম্প্রতি তিনি তাবলীগ জামায়েতের সঙ্গে সম্পৃক্ত হয়ে ইসলাম ধর্মের হুকুম-আহকামের কথা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগে তিনি ধানমন্ডির এক মসজিদে তাবলীগের বৈঠকে উপস্থিত ছিলেন। সেই সঙ্গে ওই বৈঠকে শরিক হতে মুসল্লিদের আহ্বানও জানিয়েছিলেন।


ঢাকা, নভেম্বর ১২(বিডিলাইভ২৪)// ম. উ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.