bdlive24

এবার মিউজিক ভিডিওতে অপূর্ব

রবিবার নভেম্বর ১২, ২০১৭, ০৭:৫০ পিএম.


এবার মিউজিক ভিডিওতে অপূর্ব

বিডিলাইভ রিপোর্ট: ক’দিন আগেই ‘বড় ছেলে’ শিরোনামের একটি নাটকে অভিনয় করে সাড়া ফেলেছিলেন অপূর্ব। নাটকে নিয়মিত অভিনয় করলেও মিউজিক ভিডিওতে তেমন একটা সরব নন এই অভিনেতা। তবে এবার কণ্ঠশিল্পী মিনারের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে তাকে।

স্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর করেছেন মিনার নিজেই। সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি।

এ প্রসঙ্গে সংগীতশিল্পী মিনার বলেন, ‘অপূর্ব ভাই আমার প্রিয় অভিনেতাদের মধ্যে একজন। আমার গানের ভিডিওতে তার উপস্থিতি নিঃসন্দেহে শ্রোতা-দর্শকদের ভালোলাগায় নতুন মাত্রা যোগ করবে। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।'

অন্যদিকে অপূর্ব বলেন,  ‘গান পছন্দ হলে তবেই আমি মিউজিক ভিডিওতে অভিনয় করি। এই গানের কথা ও সুর আমার ভালো লেগেছে। এ ছাড়া এখন যারা গান করছেন তাদের মধ্যে মিনারের গান আমার অনেক ভালো লাগে।

গত ১০ নভেম্বর ঢাকার বিভিন্ন লোকেশনে গানটির শুটিং সম্পন্ন হয়। সংগীতার ব্যানারে খুব শিগগিরই ইউটিউবে প্রকাশিত হবে গানটি।


ঢাকা, নভেম্বর ১২(বিডিলাইভ২৪)// এ এম
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.