bdlive24

অনন্ত-বর্ষার ঘর আলো করে আবারও এলো পুত্র সন্তান

সোমবার নভেম্বর ১৩, ২০১৭, ১২:৪০ পিএম.


অনন্ত-বর্ষার ঘর আলো করে আবারও এলো পুত্র সন্তান

বিডিলাইভ রিপোর্ট: আলোচিত তারকা দম্পতি অনন্ত-বর্ষার ঘরে আলো করে আবারো এসেছে পুত্রসন্তান। গত ২৩শে অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককস্থ বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে দ্বিতীয় সন্তানের বাবা-মা হন অনন্ত-বর্ষা। তাদের দ্বিতীয় পুত্রসন্তানের নাম রেখেছেন আবরার ইবনে জলিল।
 
অনন্ত জলিল আজ সোমবার তার ফেরিফাইড ফেসবুকে খবরটি সবাইকে জানিয়ে সদ্যজাতের ছবিসহ একটি স্ট্যাটাস দিয়েছেন।

অনন্ত জলিল বলেন, ‘আসসালামু আলাইকুম, আমার ছোট ছেলে-আবরার ইবনে জলিল আর বড় ছেলে-আরিজ ইবনে জলিল। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় সবাই ভালো আছি। আমি অনেক আনন্দিত। তাদের সঙ্গে আমার বেশ ভালো সময় কাটতেছে। বন্ধুগন আমার দুই ছেলের জন্য দোয়া করবেন।’
 
২০১৪ সালের ২৩ নভেম্বর প্রথম পুত্রসন্তানের বাবা-মা হন অনন্ত ও বর্ষা। পুত্রসন্তানের নাম রাখেন আরিজ।
 
সম্প্রতি অনন্ত জলিল তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত হয়েছেন।


ঢাকা, নভেম্বর ১৩(বিডিলাইভ২৪)// পি ডি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.