bdlive24

মিমের 'দাগ' শেষের পথে

সোমবার নভেম্বর ১৩, ২০১৭, ০৩:৪২ পিএম.


মিমের 'দাগ' শেষের পথে

বিডিলাইভ ডেস্ক: লাক্স তারকা বিদ্যা সিনহা মিম গত বছর শুরু করেন ‘দাগ’ ছবির কাজ। তারেক শিকদার পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বাপ্পি। আগামী ২৫শে নভেম্বর সিলেটে শুরু হবে ছবিটির শেষাংশের শুটিং।

বাপ্পি ও মিমের একটি গানের অংশ এবং একটি অ্যাকশন দৃশ্য বাকি আছে, যা আগামী মাসে শেষ হবে। এর আগে বৃষ্টির জন্য দু’বার সিলেট থেকে শুটিং না করেই ফিরে আসতে হয় পুরো ইউনিটকে।

মিম বলেন, অনেক দিন ধরেই নানা ঝামেলার কারণে ছবির কাজটি শেষ হয়েও হচ্ছে না। তবে এবার তা শেষ হবে। আসছে ২৫শে নভেম্বর ছবির শেষ অংশের কাজটি শেষ করব। আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন।

ছবির পরিচালক তারেক শিকদার বলেন, গল্পের কারণে সিলেটে এ ছবির কাজ হচ্ছে। আমরা এর আগে দু’বার শুটিং না করেই সিলেট থেকে ফেরত এসেছি। আমরা যখনই শুটিংয়ের জন্য সেখানে যাই, তখনই বৃষ্টির জন্য ঝামেলা। এবার ছবির কাজটি শেষ করার ইচ্ছে রয়েছে।

ছবিতে বাপ্পি ও মিমের পাশাপাশি আরো অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল। কামাল আহমেদের গল্প থেকে ‘দাগ’ ছবির সংলাপ ও চিত্রনাট্য করেছেন বিশিষ্ট গীতিকার রফিকুজ্জামান।


ঢাকা, নভেম্বর ১৩(বিডিলাইভ২৪)// জে এস
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.