bdlive24

সালমানকে সরিয়ে অক্ষয়ের 'এন্ট্রি'

সোমবার নভেম্বর ১৩, ২০১৭, ১০:৩৫ পিএম.


সালমানকে সরিয়ে অক্ষয়ের 'এন্ট্রি'

বিডিলাইভ ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা নো এন্ট্রি। আনিস বাজমী পরিচালিত কমেডি ঘরানার সিনেমাটি মুক্তি পায় ২০০৫ সালে। এরপর কেটে গেছে প্রায় এক যুগ। অবশেষে সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা। ইতিমধ্যে চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। এখন চলছে অভিনেতা বাছাই পর্ব।

নো এন্ট্রি সিনেমায় অভিনয় করেন সালমান খান, অনিল কাপুর, ফারদীন খান, বিপাশা বসু, লারা দত্ত, এশা দেওল, সেলিনা জেটলি প্রমুখ। তবে সিক্যুয়েলটিতে সালমানের পরিবর্তে অক্ষয় কুমারের নাম শোনা যাচ্ছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

কয়েকদিন আগে 'টাইগার জিন্দা হ্যায়' সিনেমার শুটিং শেষ করেছেন সালমান। বর্তমানে রেস-থ্রি সিনেমার শুটিং করছেন। এরপর 'দাবাং-থ্রি' সিনেমার কাজ শুরু করবেন তিনি। ব্যস্ততম এ অভিনেতাকে সিক্যুয়েলটিতে নেয়ার জন্য কয়েক বছর অপেক্ষা করেছেন পরিচালক আনিস বাজমী ও প্রযোজক বনি কাপুর। কিন্তু শেষ পর্যন্ত অক্ষয়কে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে অক্ষয় এতে অভিনয় করবেন কিনা তা এখনো নিশ্চিত করেননি।


ঢাকা, নভেম্বর ১৩(বিডিলাইভ২৪)// আর এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.