bdlive24

প্রধান বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

মঙ্গলবার নভেম্বর ১৪, ২০১৭, ১১:৫৩ এএম.


প্রধান বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিডিলাইভ রিপোর্ট: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১০ নভেম্বর রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন সুরেন্দ্র কুমার সিনহা। আজ তা গ্রহণ করেন রাষ্ট্রপতি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি এই পদত্যাগপত্র গ্রহণ করার সঙ্গে সঙ্গেই প্রধান বিচারপতি হিসেবে পাওয়া ক্ষমতা হারালেন এস কে সিনহা। নতুন করে কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞাই প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

সুরেন্দ্র কুমার সিনহা বাংলাদেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে ২০১৫ সালের ১৮ জানুয়ারি শপথ নেন। মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন তিনি।

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে করা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় গত ১ আগস্ট প্রকাশের পর থেকে মন্ত্রী-এমপিদের কঠোর সমালোচনার মুখে পড়েন প্রধান বিচারপতি। জাতীয় সংসদেও তার সমালোচনা করা হয়। এর পর থেকেই দেশের আলোচনা-সমালোচনার কেন্দ্রে ছিলেন এই বিচারপতি।

গত ১৩ অক্টোবর রাত ১১টা ৫৫টা মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়েন সুরেন্দ্র কুমার সিনহা। গত শুক্রবার কানাডা যাওয়ার পথে সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন। পরে সেটি বঙ্গভবনে এসে পৌঁছায়।


ঢাকা, নভেম্বর ১৪(বিডিলাইভ২৪)// এস এ
 
        print

এই বিভাগের আরও কিছু খবরমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.