bdlive24

রাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ১

মঙ্গলবার নভেম্বর ১৪, ২০১৭, ০৫:২১ পিএম.


রাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ১

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

অাজ মঙ্গলবার রাবির আইন অনুষদের স্বাক্ষাতকার দিতে আসলে তাকে আটক করা হয়। তার নাম খলিলুর রহমান (১৭)। সে যশোরের এমএম কলেজের শিক্ষার্থী।

জানা যায়, আজ সকাল সাড়ে নয়টা থেকে রাবির ডীনস কমপ্লেক্সে আইন অনুষদের স্বাক্ষাতকার অনুষ্ঠিত হয়। সকাল ১০ টার দিকে খলিলুর রহমান স্বাক্ষাতকার দিতে যায়। তার হাতের লেখার সাথে পূর্বের উত্তর পত্রের লেখা না মিললে সন্দেহ জন্ম শিক্ষকদের মনে।

এদিকে খলিলুর রহমান এইচ এসসি পরীক্ষায় ইংরেজীতে 'ডি' গ্রেড প্রাপ্ত হয়ে রাবিতে ১০ নম্বর পরীক্ষায় পায় ৭ নম্বর। এতে করে সন্দেহের সৃষ্টি হলে শিক্ষকগণ তাকে ইংরেজী শব্দ লিখতে বলে। কিন্তু সে ইংরেজীর একটি শব্দ লিখতে পারেনা।

অপরদিকে ভর্তি পরীক্ষায় ব্যবহৃত ছবির সাথে স্বাক্ষাতকারে উপস্থিত চেহারার অমিল দেখা যায়। বিকেল সাড়ে তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।


ঢাকা, নভেম্বর ১৪(বিডিলাইভ২৪)// আর এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.