bdlive24

রূপগঞ্জে হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন আহত

মঙ্গলবার নভেম্বর ১৪, ২০১৭, ০৬:৫০ পিএম.


রূপগঞ্জে হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন আহত

বিডিলাইভ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার ১৪ নভেম্বর বিকেল ৪টার দিকে রূপগঞ্জে উপজেলার কলাতলিতে এই দুর্ঘটনায় ঘটে। হেলিকপ্টারের পাইলট মিজানুর রহমান, কো-পাইলট জিয়া ও প্রকৌশলী ফারুককে আহত অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

হেলিকপ্টারটির মালিক প্রতিষ্ঠান পারটেক্সে এভিয়েশনের প্রধান প্রকৌশলী মো. মহিউদ্দিন বলেন, “আমাদের হেলিকপ্টারটির নষ্ট ছিল। মেরামতের পর রূপগঞ্জে পরীক্ষামূলক উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা জরুরি অবতরণ করে। এ সময় আহত আমাদের তিন সহকর্মীকে সিএমএইচে নেওয়া হচ্ছে।”

রূপগঞ্জ থানার ওসি ইসমাইল জানান, হেলিকপ্টারটি বালুর মধ্যে পড়েছে। পাইলটসহ তিনজন আহত হয়েছেন।


ঢাকা, নভেম্বর ১৪(বিডিলাইভ২৪)// জেড ইউ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.