bdlive24

'পদ্মাবতী' নিয়ে মুখ খুললেন সালমান

মঙ্গলবার নভেম্বর ১৪, ২০১৭, ০৬:৫৭ পিএম.


'পদ্মাবতী' নিয়ে মুখ খুললেন সালমান

বিডিলাইভ ডেস্ক: 'পদ্মাবতী' সিনেমা নিয়ে বিতর্ক চলছে ভারত ঝুড়ে। কট্টরপন্থী হিন্দুরা বলছে তাদের ধর্মানুভূতিতেও আঘাত হেনেছে ছবিটি তাই তাদের দাবি সিনেমাটি যেন নিষিদ্ধ ঘোষণা হয়।

তবে বলিউড বলছে, সিনেমা নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে। এবার এই ব্যাপারে এবার মুখ খুললেন বলিউডের ভাইজান সালমান খান।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, এখানে সেন্সর বোর্ডেরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিৎ। সঞ্জয় খুবই সুন্দর সিনেমা তৈরি করেন। তার নায়িকারাও দারুণ সুন্দরী হয়। তার সিনেমায় কখনোই অশ্লীলতা থাকে না। তার অতীত সিনেমাগুলোর কথা মাথায় রাখলেই যে কেউ বুঝতে পারবে যে কাউকে অশালীন ভাবে উপস্থিত তিনি কখনও করবেন না।

সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে দুটি সিনেমা- 'খামোশি' এবং 'হাম দিল দে চুকে সনম' এ অভিনয় করেছেন সালমান। তখন থেকেই এই নির্মাতার সঙ্গে দারুণ বন্ধুত্ব দাবাং খানের।

এই ছবিতে অভিনয় করেছেন, রণবীর সিং, শাহিদ কাপুর এবং দীপিকা পাড়ুকোন। পয়লা ডিসেম্বরে সিনেমাটির মুক্তির কথা রয়েছে।


ঢাকা, নভেম্বর ১৪(বিডিলাইভ২৪)// আর এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.