bdlive24

‘কুতিনহোকে বার্সায় দেখলে খুশি হতাম’

মঙ্গলবার নভেম্বর ১৪, ২০১৭, ০৭:৩৫ পিএম.


‘কুতিনহোকে বার্সায় দেখলে খুশি হতাম’

বিডিলাইভ ডেস্ক: ব্রাজিল সুপারস্টার রোনালদিনহো মনে করছেন বার্সার জন্য কুতিনহো পারফেক্ট একজন ফুটবলার।

নতুন বছরের দল বদলে ইচ্ছা করলে লিভারপুল ছেড়ে কুতিনহো বার্সা যেতে পারে।

নেইমার পিএসজিতে যাওয়ার পর কুতিনহোকে আনতে বেশ দৌড়ঝাঁপ দিচ্ছে কাতালান ক্লাবটি। শেষ পর্যন্ত নিজ দেশের ‘বড় ভাই’ রোনালদিনহোও চান বার্সায় আসুক কুতিনহো।

স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, ‘আমি মনে করি কুতিনহো বার্সায় পরিপূর্ণ একজন ফুটবলার হবে। বার্সার জার্সিতে তাকে দেখতে পারলে আমি খুশি হতাম। আমি তার খেলার বেশ পছন্দ করি। তার খেলার ধরণ আমার ভালো লাগে। আশা করি, রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের লড়াইয়ে দারুণ অবদান রাখবে কুতিনহো।’


ঢাকা, নভেম্বর ১৪(বিডিলাইভ২৪)// ম. উ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.