bdlive24

'আপাতত সিরিয়া থেকে সরতে চায় না যুক্তরাষ্ট্র'

মঙ্গলবার নভেম্বর ১৪, ২০১৭, ১১:৫৮ পিএম.


'আপাতত সিরিয়া থেকে সরতে চায় না যুক্তরাষ্ট্র'

বিডিলাইভ ডেস্ক: জাতিসংঘ শান্তি প্রক্রিয়ার আলোচনায় আরো অগ্রগতি না হওয়া পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত রাখবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস সোমবার একথা বলেন। খবর এএফপি’র।

তিনি সাংবাদিকদের বলেন, ‘জেনেভা শান্তি প্রক্রিয়ার অগ্রগতি না হওয়া পর্যন্ত আমরা এখনই সেখান থেকে সরে আসছি না।’

এই সাবেক মেরিন জেনারেল আরো বলেন, এ জোটের লক্ষ্য ইসলামিক স্টেট গ্রুপের জিহাদিদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া এবং সিরীয় গৃহ যুদ্ধ অবসানের একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করা।

তিনি বলেন, ‘এ সংকটের কূটনৈতিক সমাধানের জন্য আমরা সুনির্দিষ্ট কিছু শর্ত নির্ধারণ করতে যাচ্ছি।’

সিরিয়া সংঘাত নিরসনের ক্ষেত্রে ‘সামরিক পদক্ষেপের মধ্যে কোন সমাধান নেই’ শনিবার যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এক যৌথ বিবৃতিতে এমন কথা বলার পর তিনি এ মন্তব্য করেন।

সিরিয়া বিষয়ক জাতিসংঘ বিশেষ দূত স্টাফান ডি সিস্তুরার মধ্যস্থতায় আগামী ২৮ নভেম্বর থেকে নতুন দফার শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

২০১১ সালের মার্চ থেকে এ সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত সিরিয়ায় ৩ লাখ ৩০ হাজারের বেশী লোক নিহত হয়েছে।


ঢাকা, নভেম্বর ১৪(বিডিলাইভ২৪)// ই নি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.