bdlive24

ওষুধের সাথে সেন্সর, না খেলে ধরে ফেলবেন ডাক্তার

বুধবার নভেম্বর ১৫, ২০১৭, ১০:১৫ এএম.


ওষুধের সাথে সেন্সর, না খেলে ধরে ফেলবেন ডাক্তার

বিডিলাইভ ডেস্ক: যুক্তরাষ্ট্রে এই প্রথম একটি বড়ি বিক্রির জন্য অনুমোদন দেয়া হয়েছে যেটির সাথে একটি হজমযোগ্য সেন্সর যুক্ত থাকবে। এতে করে রোগী ঐ ওষুধ খেয়েছে কিনা চিকিৎসকরা তা ধরতে পারবেন।

এবিলিপাইম্যাকসাইট অ্যারিপিপ্রাজোল নামে এই ট্যাবলেটটি মানসিক রোগের জন্য ব্যবহার করা হয়।
রোগীর শরীরে একটি প্যাচ পড়ানো থাকবে যেটি শরীরের ভেতর এই ওষুধের ক্রিয়াকর্মের তথ্য জানা যাবে। রোগীর অনুমতি থাকলে সেই তথ্য চিকিৎসকের কাছেও চলে যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে রোগীদের ওষুধ সেবনের শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে। এই বড়ির ভেতরে একটি বালুকণার সাইজে একটি সেন্সর রয়েছে যেটি পাকস্থলীর রসের সাথে সংস্পর্শের সাথে সাথে কার্যকরী হয়ে উঠবে। এর ফলে ৩০ মিনিট থেকে ২ ঘণ্টার ভেতর ও বাইরে থেকে বোঝা যাবে ওষুধটি শরীরে সেবন হয়েছে কি না।

মার্কিন খাদ্য এবং ওষুধ প্রশাসনের কর্মকর্তা মিচেল ম্যাটিস বলছেন, মানসিক রোগীদের ওষুধ খাওয়া নজরদারি করা গেলে, অন্যান্য রোগীদের জন্যও এই প্রক্রিয়া কাজে লাগতে পারে। রোগী এবং চিকিৎসকদের সুবিধার জন্য প্রযুক্তির প্রয়োগে সবসময় উৎসাহিত করবেন।


ঢাকা, নভেম্বর ১৫(বিডিলাইভ২৪)// এস আর
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.