bdlive24

সুন্দরবনে বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত

বুধবার নভেম্বর ১৫, ২০১৭, ১১:৩৩ এএম.


সুন্দরবনে বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের সুন্দরবন অংশে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে আব্বাস বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে।

আজ বুধবার সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদীর কাতলার খালে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইউসুফ ফকির ও রুহুল আমিন। তারা দস্যুদল আব্বাস বাহিনীর সদস্য বলে স্থানীয় জেলেরা শনাক্ত করেছেন।

র‍্যাব-৮-এর অধিনায়ক উইং কমান্ডার রাজীব জানান, ভোরে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কাতলার খাল এলাকায় র‍্যাব সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। একপর্যায়ে বনের ভেতর থেকে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে বনদস্যুরা গুলি ছোড়ে। এ সময়ে র‍্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে  গোলাগুলি বন্ধ হলে বনের ভেতরে দুই বনদস্যুর গুলিবিদ্ধ লাশ ও বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।ঢাকা, নভেম্বর ১৫(বিডিলাইভ২৪)// এস এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.