bdlive24

চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম-ঢাকা গঠিত

শনিবার ফেব্রুয়ারি ০৭, ২০১৫, ০৮:০৮ পিএম.


চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম-ঢাকা গঠিত

বিডিলাইভ রিপোর্ট: ঢাকায় কর্মরত চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার সাংবাদিকদের উদ্যোগে গঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম-ঢাকা।

গতকাল শুক্রবার ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির কার্যালয়ে প্রবীণ সাংবাদিক মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে ১১টি জেলার প্রতিনিধিত্বশীল সাংবাদিকদের এক বৈঠকে এই ফোরাম গঠিত হয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে আমাদের সময়ের বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদারকে আহ্বায়ক এবং বিজয় টিভির প্রতিষ্ঠাকালীন হেড অফ নিউজ শাহীন উল ইসলাম চৌধুরীকে সদস্য সচিব করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়।

কমিটির ৫ জন যুগ্ম আহ্বায়ক হলেন- ডিআরইউ’র সাবেক সভাপতি মাহফুজুর রহমান (বাসস), ডিআরইউ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি মাহমুদুর রহমান খোকন (করতোয়া), ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দীন (ইত্তেফাক), সিজেএফডি’র সাবেক সভাপতি মোস্তফা কামাল (ইউএনবি), সিজেএফডির সভাপতি সাইফ ইসলাম দিলাল (সকালের খবর)।

আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন-  ওয়াহিদউল্লাহ (আজাদী), মোতাহের হোসেন মাসুম (ইত্তেফাক), মীর আহাম্মদ মীরু (বর্তমান), সোহেল হায়দার চৌধুরী (মানব কন্ঠ), এনামুল হক (ডেইলী স্টার), জাগরণ চাকমা (দ্যা ইন্ডিপেনডেন্ট), মফিজুল ইসলাম (ইন্ডিপেনডেন্ট), শামীম জাহাঙ্গীর (ডেইলী সান), শামছুদ্দীন আহমেদ (ইত্তেফাক), সেলিম জাহিদ (প্রথম আলো), মোঃ শরীফুল ইসলাম (জনকন্ঠ), শাহাবুদ্দিন চৌধুরী (ইন্ডিপেনডেন্ট টিভি), গিয়াস উদ্দিন (এবি নিউজ২৪ ডটকম), শিবু কান্তি দাশ (পূর্বকোণ), মুস্তফা মনোয়ার সুজন (আলোকিত বাংলাদেশ), মোঃ মফিজুর রহমান খান বাবু (কালবেলা), রফিক আহমেদ (আমাদের অর্থনীতি), শওকত ওসমান রচি (নয়া দিগন্ত), শাহাদাৎ হোসেন নিজাম (বিটিভি), ফিরোজ আলম মিলন (মুক্ত খবর), ফারুক খান (আর টিভি), খোরশেদ আলম (ইনসানিয়াত), মোমেনা আক্তার পপি (বর্তমান) ও কাজী আজম (এএনবি নিউজ)।


ঢাকা, ফেব্রুয়ারি ০৭(বিডিলাইভ২৪)// কে এইচ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.