bdlive24

সেরাদের সেরা মার্সিডিজ ‘সি’ ক্লাস

সোমবার এপ্রিল ০৬, ২০১৫, ০৫:৫০ এএম.


সেরাদের সেরা মার্সিডিজ ‘সি’ ক্লাস

বিডিলাইভ ডেস্ক: হাল আমলে বিভিন্ন কোম্পানির বিলাস বহুল কার দাপিয়ে বেড়াচ্ছে রাজপথ। তবে এইসব গাড়ির মধ্যে সেরাদের সেরা হল মার্সিডিজ বেঞ্চের ‘সি’ ক্লাস মডেলটি।

বিলাাসবহুল গাড়ি প্রস্তুতকারী সংস্থাটির নির্মিত গাড়ি ওয়ার্ল্ড কার অফ দ্য ইয়্যার-২০১৫ নির্বাচিত হয়। নিউইয়র্কে ইন্টারন্যাশানাল অটো শো-র মঞ্চে এই খেতাব ঘোষণা করা হয়।

মার্সিডিজ ‘সি’ ক্লাস ওভারঅল ওয়ার্ল্ড ক্যাটাগারিতে সেরা হয়। আর গাড়ি তৈরী প্রতিষ্ঠানটির ‘এস’ ক্লাস জেতে সেরা লাক্সারি গাড়ির তকমা। আর এএমজি জিটি জেতে বেস্ট পারফরমেন্সের খেতাব।

অন্যদিকে বিএমডব্লিউর’ i8 জেতে গ্রিন কারের খেতাব। আর সেরা ডিজাইনার গাড়ির খেতাব জেতে সিট্রন সি৪ ক্যাকটাস।

ফোক্সওয়াগন, ফোর্ড, অডির মতো বহুজাতিক সংস্থাকে পিছনে ফেলে তারা এই সেরার তকমা পায়।


ঢাকা, এপ্রিল ০৬(বিডিলাইভ২৪)// এটি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.