bdlive24

চলে গেলেন ফটোসাংবাদিক মনোয়ার আহমদ

বৃহস্পতিবার মে ২১, ২০১৫, ১১:৫৮ এএম.


চলে গেলেন ফটোসাংবাদিক মনোয়ার আহমদ

বিডিলাইভ রিপোর্ট: জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য প্রখ্যাত ফটোসাংবাদিক মনোয়ার আহমদ মৃত্যুবরণ করেছেন। বুধবার দিবাগত রাত ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ..... রাজেউন)।

তিনি লিভারের জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
বৃহস্পতিবার দুপুরে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার লাশ জাতীয় প্রেস ক্লাবে নেওয়ার কথা রয়েছে। জানাযা শেষে তাকে আজিমপুর গোরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ঘনিষ্ট জনেরা।

মনোয়ার আহমদের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি শোক জানিয়েছে।

ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এক শোকবার্তায় মনোয়ার আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান|
 
মনোয়ার আহমদ চিত্রালীর চিফ ফটোসাংবাদিক ছিলেন| তিনি এই সাপ্তাহিক পত্রিকায় দু’দশকেরও বেশি সময় কাজ করেন| ১৯৬৩ সালে সাপ্তাহিক পূর্বদেশ পত্রিকায় তিনি সাংবাদিকতা জীবন শুরু করেন| তার উল্লেখ্যযোগ্য প্রকাশনার মধ্যে রয়েছে ভাষা আন্দোলনের সচিত্র দলিল, সিলভার ফেসেস ইন স্টিল (স্থিরচিত্রে রূপালী মুখ), ঢাকার পুরানো কথা, বাংলাদেশের উপজাতীয় সংস্কৃতি|

১৯৯৪ সালে তিনি রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে প্রথম স্থান লাভ করেন| তিনি সাপ্তাহিক বিচিত্রায়ও কাজ করেন| ১৯৮০ সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মসজিদের ছবি প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ, ২০০৪ সালে কমনওয়েলথ প্রেস ইউনিয়ন আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়া রানার্স আপ পুরস্কার লাভ, ২০০৫ সালে বাংলাদেশ সিনে জার্নালিস্ট এসোসিয়েশন স্থির চিত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কার দেয়|

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মনোয়ার আহমদ ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের ওরিয়েন্টাল বার্ড ক্লাব অব বেডফোর্ডশায়ার-এর সদস্যপদ লাভ করেন|


ঢাকা, মে ২১(বিডিলাইভ২৪)// এটি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.