bdlive24

শুক্রবার মুক্তি পাচ্ছে 'জালালের গল্প'

সোমবার আগস্ট ৩১, ২০১৫, ০৪:৩৯ পিএম.


শুক্রবার মুক্তি পাচ্ছে 'জালালের গল্প'

বিডিলাইভ ডেস্ক: আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক তিনটি পুরস্কার এবং দুটি প্রিমিয়ারের পর এবার দেশের চলচ্চিত্র প্রেমীরা বড় পর্দায় দেখতে পাবেন ‘জালালের গল্প’।   

আসছে শুক্রবার মুক্তি পাবে সিনেমাটি। যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে হয়েছে সিনেমাটির প্রিমিয়ার শো।

এক নবজাতক, আট বছরের এক শিশু আর ২০ বছরের এক তরুণ, তিন চরিত্রের নামই জালাল। ভিন্ন তিন গল্পে জালালের জীবনের তিনটি সময় তুলে ধরা হয়, যাদের সবার জীবনের পরিণতি একইভাবে সংঘঠিত হয়।

ঝাড়ফোঁক দিয়ে রোগ-ব্যাধি সারানোর মতো ব্যবসায় নবজাকত শিশুকে পর্যন্ত ব্যবহার করা হয় সমাজের এমনই এক শ্রেণির মানুষের চেহারা তুলে ধরা হয়েছে। অন্যদিকে, বন্ধ্যাত্ব যে পুরুষেরও হতে পারে তা স্বীকার না করে একের পর এক বিয়ে আর স্ত্রীদের ওপর নির্যাতন পাশাপাশি কবিরাজি চিকিৎসা এবং প্রভাবশালী এক নেতার অবৈধ সব কর্মকাণ্ড আর প্রভাব প্রতিপত্তি তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। প্রতিটি অধ্যায়েই অতোপ্রোতভাবে জড়িয়ে পড়েছে জালাল আর শেষতক সব ক্ষেত্রেই পরিণতি আসে মৃত্যুর মধ্য দিয়ে।

পরিচালক আবু শাহেদ ইমনের প্রথম চলচ্চিত্র এই ‘জালালের গল্প’। ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্রটি এরইমধ্যে পর্তুগালে আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বুসান, গোয়া ও জয়পুর ঘুরে এসেছে। ঝুলিতে ভরেছে বেশ কিছু পুরস্কারও।


ঢাকা, আগস্ট ৩১(বিডিলাইভ২৪)// আর কে
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.