bdlive24

আত্মহত্যা নয়, প্রত্যয়ের মৃত্যু ছিল স্বাভাবিক

রবিবার অক্টোবর ০৪, ২০১৫, ০৯:০৪ এএম.


আত্মহত্যা নয়, প্রত্যয়ের মৃত্যু ছিল স্বাভাবিক

বিডিলাইভ রিপোর্ট: আরজে সামিউল কবির প্রত্যয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে মৃত্যু স্বাভাবিক নাকি আত্মহত্যা তা নিশ্চিত করতে লাশ পোস্টমর্টেমের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। গত শুক্রবার সন্ধ্যায় পোস্টমর্টেম রিপোর্ট পরিবারের হাতে আসে।

প্রত্যয়ের ঘনিষ্ঠজন আরজে সাব্বির হাসান জানিয়েছেন, ‘পোস্টমর্টেম শুরু হতে দেরী হচ্ছিল। সেখানে প্রত্যয়ের মামা ও আরজে সাকিব ছিল। যেহেতু আমিও একজন ডাক্তার। ডিএমসিতে পরিচিত ডাক্তার ছিল। তাকে ফোন দিয়ে তাড়াতাড়ি পোস্টমর্টেমের ব্যবস্থা করি। পোস্টমর্টেম শেষে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রিপোর্ট আমাদের হাতে আসে। রিপোর্ট পাওয়ার পরই তার জানাজার পারমিশন পাওয়া যায়। শুক্রবার সন্ধ্যার দিকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে প্রত্যয়ের লাশ দাফন করা হয়’

কি ছিল রিপোর্টে? সাব্বির জানালেন, ‘প্রত্যয়ের মৃত্যু ছিল স্বাভাবিক। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ব্রেইন স্ট্রোক এর ফলে ইন্টারনাল হেমোরেজিক শকে তার মৃত্যু হয়। ব্রেইনের ভেইন রাপচারের পর কন্টিনিউয়াস ব্লিডিং এর কারণে বালিশ রক্তে ভিজে গিয়েছিল এবং প্রায় ৩০ ঘন্টা আগে ডেথ হওয়ায় এবং ভ্যাপসা গরম থাকায় এবং বাসায় লোকজন না দেখায় ওর লাশ অনেকটা ফুলে গিয়েছিল।’

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি ঢাকা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।


ঢাকা, অক্টোবর ০৪(বিডিলাইভ২৪)// জে এস
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.