bdlive24

সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি

বৃহস্পতিবার অক্টোবর ০৮, ২০১৫, ০৫:১১ পিএম.


সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি

চট্টগ্রাম ব্যুরো: উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে চট্টগ্রামের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে চট্টগ্রামের আবহাওয়া অফিস। বৃহস্পতিবার এ সতর্ক সংকেত জারি করে।
 
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সতর্ক সংকেতের সঙ্গে মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়া লঘুচাপের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে।   
 
নগরীর পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূল এবং সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।


ঢাকা, অক্টোবর ০৮(বিডিলাইভ২৪)// এম এস
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.